সব

জিলের সড়কে অ্যানাকোন্ডা, থমকে গেলেন পথচারী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 1st May 2019at 9:28 am
57 Views

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় রোদোনিয়ার পোর্তো ভেলে সড়কে ঘটেছে অদ্ভুত এক ঘটনা। ১০ ফুট লম্বা এক অ্যানাকোন্ডার সড়ক পার হতে দেখা গেছে। সাপটি সড়কের একপাশ থেকে আরেকপাশে যেতে ডিভাইডার পর্যন্ত টপকায়। এ দৃশ্য দেখে সাপটিকে সড়ক পার হওয়ার জন্য ওই সময় থেমে যায় সব গাড়ি।

আর এ সময় হাতে থাকা স্মার্টফোনের ক্যামেরায় কেউ ছবি তুলে, কেউবা সে দৃশ্যের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেন। গত ২২ এপ্রিল ছড়িয়ে দেওয়া ভিডিওটি এরইমধ্যে ২০ লাখের বেশি ভিউ হয়েছে।
এদিকে জঙ্গল থেকে সাপটির লোকালয়ে চলে আসার বিষয়ে ভ্লাভিও তেরাস্সিনি নামে এক জীববিজ্ঞানী বলেন, মূলত খাবারের সন্ধানেই সে পথ হারিয়েছে। সাপটির ওজন আনুমানিক ৬৬ পাউন্ড বলেও জানান তিনি।


সর্বশেষ খবর