রমজান মাসে ক্লাব-বার বন্ধ রাখার আহ্বান সাঈদ খোকনের
আমারবাংলা ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন আসছে রমজান মাসে হোটেল-রেস্তোরাঁ, ক্লাব-বার মালিকদের মদ, জুয়া এবং হাউজি খেলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।
রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে মঙ্গলবার রাজধানীর দক্ষিণ নগর ভবনে হোটেল-রেস্তোরাঁ, ক্লাব-বার, ফল ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
জনস্বার্থ রক্ষায় মেয়র সাঈদ খোকন সেহরি এবং ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন এবং দিনের বেলায় রোজাদারদের যেন কোনো সমস্যা না হয়, সেজন্য পর্দা দিয়ে সীমিত পরিসরে হোটেল চালানোর জন্য হোটেল-রেস্তোরাঁর মালিকদের প্রতি আহ্বান জানান।