সব

খুলনা আশ্রয়কেন্দ্রে ৯২ হাজার মানুষ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 3rd May 2019at 6:03 pm
68 Views

 

অনলাইন ডেস্কঃ ‘ফণী’র কারণে খুলনার উপকূলীয় ঝুঁকিপূর্ণ ৩টি উপজেলায় প্রায় ৯২ হাজার মানুষ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার থেকে শুক্রবার বিকেল পর্যন্ত জেলার ঝুঁকিপূর্ণ অঞ্চল ২৪২টি সাইক্লোন শেল্টারে এসব মানুষ আশ্রয় নেন।

খুলনার জেলা প্রশাসক মো. হেলাল হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে খুলনা জেলা প্রশাসন। জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। উপূলীয় তিন উপজেলা কয়রা, পাইকগাছা ও দাকোপে সাড়ে তিন হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে খুলনার ২৪২টি আশ্রয় কেন্দ্রে ১ লাখ ২৫ হাজার মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় ৯ উপজেলায় ৯টি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি মোকাবিলায় ১১৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।’


সর্বশেষ খবর