সব

বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ায় প্রধানমন্ত্রীর শুকরিয়া

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 4th May 2019at 5:49 pm
53 Views

 

অনলাইন ডেস্কঃ প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে দেশে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতি না হওয়ায় মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়।

ফণীর প্রভাবে এখন পর্যন্ত দেশের অভ্যন্তরে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। এজন্য লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করেছেন।

প্রেস উইং সূত্র জানান, শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। সভায় সরকারি-বেসরকারি সংস্থাগুলোর দুর্যোগ মোকাবিলায় গৃহীত প্রস্তুতি বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়।


সর্বশেষ খবর