সব

সিসিইউতে মওদুদ নেওয়া হবে সিঙ্গাপুর

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 6th May 2019at 10:43 pm
57 Views

 

অনলাইন ডেস্কঃ রাজধানীর অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাকে সিঙ্গাপুর নেওয়ার সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ মে) ব্যারিস্টার মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্যারের (মওদুদ) শারীরিক অবস্থা প্লেনে ওঠানোর মতো হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। এজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে রবিবার বিকাল ৩টার দিকে সুপ্রিম কোর্টে নিজের চেম্বারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির সিনিয়র এই নেতা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যায় তার চিকিৎসা চলছে।


সর্বশেষ খবর