সব

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৪.৪৩ শতাংশ বেড়েছেঃ শিক্ষামন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 6th May 2019at 10:48 pm
54 Views

 

অনলাইন ডেস্কঃ মাধ্যমকি স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ৪.৪৩ শতাংশ বেড়েছে। সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ফলাফলে দেখা যায়, মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮২.২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর পাসের হার ছিল ৭৭.৭৭ শতাংশ। এবার বেড়েছে ৪.৪৩ শতাংশ। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ২৭ হাজার ৮১৫ শিক্ষার্থী অংশ নিয়েছে। এরমধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এ বছরের পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীদের অংশ গ্রহণ ও উত্তীর্ণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সকল শিক্ষা বোর্ডে ছাত্রের তুলনায় ছাত্রী ২.১৫ শতাংশ বেশি পাস করেছে।’


সর্বশেষ খবর