রমজানে কম দামে বিক্রি বাণিজ্যমন্ত্রীর আহ্বান
অনলাইন ডেস্কঃ রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বছরের অন্য সময়ের তুলনায় কম দামে বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে (ডিএনসিসি) নগর ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, রমজান সংযমের মাস, ভোগের ক্ষেত্রেও আমরা যেন সবাই সংযমী হই। সবাই সংযমী হলে তার প্রভাব দ্রব্যমূল্যের ওপর কিছুটা হলেও পড়বে।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আয়োজিত ওই মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে কড়া নজরদারি করা হবে। বাজারে নজরদারি বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি দল গঠন করা হবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, রমজানে ডিএনসিসির সব বাজারে নজরদারি জোরদার হবে। প্রতিটি দোকানে মূল্যতালিকা টানানো বাধ্যতামূলক। সঠিক ওজন ও ভেজালমুক্ত পণ্য না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মফিজুল ইসলাম বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রণালয় সজাগ রয়েছে।
র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, কম মুনাফায় অধিক পণ্য বিক্রি করুন। নিজেরাই নিজেদের মনিটরিং করুন। সমস্যার সমাধান হয়ে যাবে।
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।