ঝুটের গুদামে আগুণ কাজ করছে ৭টি ইউনিট
জেলা প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে দত্তপাড়া কলাবাগান রোডে রিয়া গার্মেন্টেসের পাশে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান সমকালকে বলেন, সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে টঙ্গীর কলাবাগান রোডে ঝুটের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ৭টি ইউনিট ও এলাকাবাসী কাজ করছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, দাউদ, খলিল, শফি ও কালামসহ কয়েকজনের ঝুটের গুদামে আগুন লাগে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।