সব

মেক্সিকোতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৩ আরোহী নিহত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 7th May 2019at 7:25 pm
39 Views

 

অনলাইন ডেস্কঃ মেক্সিকোর কোয়েহুইলা প্রদেশের উত্তরাঞ্চলে দুর্গম এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৩ আরোহীর সবাই নিহত হয়েছেন।খবর সিএনএনের।

কোয়েহুইলা প্রদেশের গভর্নর মিগুয়েল রিকেল্মে জানান, রোববার যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে স্থানীয় সময় বিকাল ৩টার একটু আগে রওনা হয় উড়োজাহাজটি। উড্ডয়নের দুই ঘণ্টা পর থেকে উড়োজাহাজটির সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

তিনি বলেন, উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পর থেকে তল্লাশি শুরু হয়। উত্তরাঞ্চলীয় ওকাম্পো শহর থেকে আকাশপথে চালানো তল্লাশির মাধ্যমে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।

এক বিবৃতিতে কানাডার বোম্বাডিয়ার ইনকর্পোরেটেড ওই বিমানটিকে চ্যালেঞ্জার ৬০১ মডেলের বলে শনাক্ত করেছে।

কোয়েহুইলা প্রদেশের গর্ভনর বলেন, উড়োজাহাজটিতে ১০ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে নিহতদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে বলে জানা গেছে।


সর্বশেষ খবর