বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত শুরু ওয়েস্ট ইন্ডিজের
অনলাইন ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার সুনীল আমব্রিস এবং শাই হোপ। দু’জনে তুলে ফেলেন ৮৯ রান। এরপর মেহেদি মিরাজ ও সাকিবের বলে ক্যাচ দিয়ে ফেরেন সুনীল আমব্রিস ও ড্রারেন ব্রাভো। পরে আবার হোপ এবং চেজ বড় জুটি গড়েন। পরের তিন উইকেট তুলে নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা। সর্বশেষ খবর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৪৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান তুলেছে।
প্রথমে মিরাজের বলে মাহমুদুল্লাহ দারুণ এক ক্যাচ ধরে আমব্রিসকে ফেরান ৩৮ রানে। ব্রাভো এক রান করে ফেরেন সাকিবের বলে। এরপর চেজকে ৫১ রানে ফেরান মাশরাফি। এক ওভার পরে ৪৪তম ওভারে এসে মাশরাফি সেঞ্চুরি করা শাই হোপকে ১০৯ রানে ফেরান। ওই ওভারের তৃতীয় বলে হোল্ডারকে ফেরান তিনি।
এর আগে টস হেরে শুরুতে বোলিংয়ে নামেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ দল এ ম্যাচে তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে মাঠে নামে। একাদশে জায়গা পাননি ওপেনার লিটন দাস। তার বদলে তামিমের ওপেনিং সঙ্গী সৌম্য সরকার। স্পিন আক্রমণে আছেন সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজ। পেস বোলিং আক্রমণে মাশরাফি, সাইফউদ্দিন এবং মুস্তাফিজকে রাখা হয়েছে। রুবেল হোসেন নেই বাংলাদেশ দলে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করা জোহান ক্যাম্পবেল নেই এ ম্যাচে। পিঠের ব্যাথায় ভুগছেন তিনি। তাকে তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। সুনীল আমব্রিস তার জায়গায় ওপেনে নামেন।