মিয়ানমারের বাংলাদেশ বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে
অনলাইন ডেস্কঃ মিয়ানমারের ইয়াঙ্গুনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। খবর সিনহুয়া ও মিয়ানমার টাইমসের।
সিনহুয়া জানায়, ছিটকে পড়ার পর বিমানটি তিন খণ্ড হয়ে যায়।
বিমানটির চালক আহত হয়েছে। দুর্ঘটনার সময় মোট ৩৩ জন ক্রু ও যাত্রী বিমানে ছিলেন বলে জানা গেছে। তাদের কতজন হতাহত হয়েছেন এবং কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
মিয়ানমার টাইমস জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এস২-এজিকিউ-বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ ফ্লাইটের পাইলটসহ আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে।