সব

শপথ না নেয়া ফখরুলের আসন উপনির্বাচন ২৪ জুন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 9th May 2019at 12:02 am
46 Views

 

অনলাইন ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসন থেকে নির্বাচিত হয়েও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করেননি সেই বগুড়া-৬ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ২৪ জুন ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে বুধবার জানান নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমদ।

নির্বাচনের তফসিল ঘোষণা করে তিনি জানান, ওই দিন সকাল ৯টা থেকে বেলা ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

তফসিল অনুযায়ী, আগামী ২৩ মে পর্যন্ত বগুড়া-৬ আসনের ভোটের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই ২৭ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুন।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করা না করা নিয়ে নানা নাটকীয়তা তৈরি হয়। আর এ নাটকীয়তায় নতুন মাত্রা যুক্ত হয় অন্য পাঁচ সাংসদ শপথ গ্রহণ এবং মির্জা ফখরুলের শপথ না নেওয়ার মধ্য দিয়ে।

দলটির পাঁচ এমপি ‘দলীয় সিদ্ধান্তে’ সংসদে যোগ দিলেও শেষ পর্যন্ত শপথ নেননি বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় গত ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়।


সর্বশেষ খবর