সব

যাত্রীদের আনতে বিমানের বিশেষ ফ্লাইট

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 9th May 2019at 12:06 am
53 Views

 

অনলাইন ডেস্কঃ মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশের ছিটকে পড়া ফ্লাইটের আরোহীদের আনতে সেখানে যাচ্ছে আরেকটি উড়োজাহাজ।

বুধবার রাতেই উড়োজাহাজটি রওনা হচ্ছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফ্লাইটির সবাই নিরাপদে আছেন। একটি বিশেষ ফ্লাইট তাদের দেশে ফিরিয়ে আনতে রাতে ঢাকা থেকে ইয়াঙ্গুনে যাবে।

এর আগে সন্ধ্যায় ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঝড়ের কবলে পড়ে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ৩০জন আহত হয়েছেন; তবে কারোর অবস্থাই গুরুতর নয়।

শাকিল মেরাজ সমকালকে জানান, বিকেল ৩টা ৪৫ মিনিটে বিজি-০৬০ উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের উদ্দেশে যাত্রা করে।


সর্বশেষ খবর