সব

তাপমাত্রা আরও বাড়তে পারে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 9th May 2019at 6:11 pm
58 Views

 

অনলাইন ডেস্কঃ বাতাসে যেন আগুনের হল্লা। দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। আগামী দুই দিনে রাজধানী ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে। ১২-১৩ মে বৃষ্টি হতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায় ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।


সর্বশেষ খবর