সব

বৃষ্টির পর খেলা কঠিন হবে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 9th May 2019at 6:16 pm
FILED AS: খেলা
53 Views

 

অনলাইন ডেস্কঃ ডাবলিনের আকাশে মেঘ ছিল। টসের নির্ধারিত সময়ের আগেও বৃষ্টি ঝরিয়েছি। এরপর আকাশ পরিষ্কার হয়ে যায়। কিন্তু একটু বাদেই শুরু হয়েছে আবার বৃষ্টি। সঙ্গে হাড়ে কামড় দেওয়া ঠান্ডা। টস হতে তাই এখনও ঢের বিলম্ব। বৃষ্টির পর খেলা কঠিন হবে দু’দলের। তবে ওয়েস্ট ইন্ডিজকে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে হারিয়েছে টাইগাররা। কন্ডিশনকে শত্রু হিসেবে দাঁড় করানোর তাই সুযোগ নেই মাশরাফিদের। টসে জেতা দলের সম্ভব্য পছন্দ হবে বোলিং।

প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলে বাংলাদেশ দল বেশি সতর্ক হয়ে মাঠে নামবে। আগের নয় ম্যাচের ছয়টিতে জয় বাংলাদেশের। শক্তির বিচারে এগিয়ে তামিমরা। তার ওপর এই ম্যাচে হারলে উইন্ডিজকে হারিয়ে পাওয়া আত্মবিশ্বাস জলাঞ্জলি হবে। স্টিভ রোডসের শিষ্যদের চোখ তাই ধারাবাহিকতার দিকে।

বাংলাদেশ দল অবশ্য এ ম্যাচের একাদশে পরিবর্তন আনতে পারে। টপ অর্ডারে এ ম্যাচে ফিরতে পারেন লিটন দাস। বিশ্বকাপের আগে তাকেও ঝালিয়ে নেওয়া দরকার দলের। ইনজুরি থেকে ওঠা পেসার রুবেল হোসেনেরও ম্যাচ খেলা দরকার। প্রথম ম্যাচে খরুচে মুস্তাফিজুর রহমান ছন্দে ফিরবেন এই প্রত্যাশাও দলের।

ওদিকে স্বাগতিক আয়ারল্যান্ডের চোখ জয়ে। ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে দুইশ’ রানের আগেই অলআউট হয় আইরিশরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইশ’ রানের বাধ মাড়াতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে ভালো রান করতে চাইবে তারা। সঙ্গে ইংল্যান্ড ব্যাটসম্যানদের যেভাবে বিপাকে ফেলেছিল প্রত্যাশা করবে তেমন কিছুর। আয়ারল্যান্ড অধিনায়ক পোর্টারফিল্ড এবং ওপেনার পল র্স্টালিং টানা ৬১ ম্যাচ খেলার কীর্তি অপেক্ষায় আছেন।

বাংলাদেশের সম্ভব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ডের সম্ভব্য একাদশ: উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টারলিং, অ্যান্ডি বালর্বানি, লরকান টাকার, কেভিন ও’ব্রেইন, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, টিম মুরতাগ, বেরি ম্যাককারটি, জস লিটিল, বডি র‌্যাংকিং।


সর্বশেষ খবর