সৌদি পুলিশের গুলিতে প্রাণ হারাল ৮ নাগরিক
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের কাতিফের সানাবেস উপশহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত আট জন নিহত হয়েছে। আরবি ভাষার টিভি চ্যানেল আল-আলম জানিয়েছে, আজ সৌাদি নিরাপত্তা বাহিনী সানাবেস উপশহরে কয়েকটি বাড়ি ঘিরে তল্লাশি চালায়।
সানাবেস উপশহরটি তারুত দ্বীপে অবস্থিত। নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্বীপের প্রধান তিনটি সড়কে ব্যারিকেড সৃষ্টি করে অভিযান শুরু করে। এ সময় আটজন সৌদি নাগরিককে গুলি করে হত্যা করা হয়। নিরাপত্তা বাহিনী দীর্ঘ সময় ধরে কয়েকটি বাড়ি ঘিরে রেখেছিল।
এছাড়া সরকার বিরোধীদের ওপর আরপিজি’র সাহায্যে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
ওই দ্বীপের অধিকাংশ মানুষ শিয়া মাজহাবের অনুসারী। শিয়া মুসলমানদের ওপর হত্যা-নির্যাতনের ধারাবাহিকতা হিসেবেই এ ঘটনা ঘটেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।