সব

ভারতীয় জাতীয় কংগ্রেসের নতুন সিদ্ধান্ত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 16th May 2019at 9:02 pm
49 Views

 

অন্তর্জাতিক ডেস্কঃ বিজেপিকে দিল্লির শাসন ক্ষমতা থেকে হটাতে নিজ জোটের বাইরে অন্য কাউকে প্রধানমন্ত্রী বানাতে আপত্তি নেই ভারতীয় জাতীয় কংগ্রেসের। লোকসভায় শেষ ধাপে ভোটের আগে এমনটিই জানালেন রাজ্যসভার বিরোধী দলীয় নেতা গোলাম নবী আজাদ।

বিজেপি বা কংগ্রেস কেউই ক্ষমতায় আসতে পারছে না বলে স্বীকার করে নেন গোলাম নবী। কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা বলেন, ‘আমরা শেষ দফার ভোটে পৌঁছে গেছি। দেশজুড়ে প্রচার করার পর এবার আমার যা অভিজ্ঞতা হয়েছে, তা হলো বিজেপি বা এনডিএ কেউই ক্ষমতায় ফিরছে না। দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রীও হচ্ছেন না নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের পর কেন্দ্রে ক্ষমতাসীন হবে একটি অ-এনডিএ এবং অ-বিজেপি সরকার।’


সর্বশেষ খবর