চলতি বছরে নিয়গ পাবে চার হাজার ৭৯২ জনঃ স্বাস্থ্যমন্ত্রী
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 16th May 2019at 9:08 pm
FILED AS: স্বাস্থ্য ও চিকিত্সা
60 Views
অনলাইন ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চলতি বছরে দেশের হাসপাতালগুলোতে চার হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, চলতি বছরে নিয়োগ শেষে আগামী বছর আরও প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। চিকিৎসক নিয়োগের জন্য সুপারিশের অনুমোদন দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শিগগিরই নিয়োগ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।