সব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুর্নামেন্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 18th May 2019at 1:08 pm
33 Views

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আয়ারল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুর্নামেন্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী ওআইসিসি’র সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।

মাননীয় অর্থমন্ত্রী  ক্রিকেট দলের সকলকে শুভেচ্ছা জানান। ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়রা তাদের প্রচেষ্টাঅব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, নিদাহাস ট্রফি কিংবা এশিয়া কাপের ফাইনালে একাধিকবার জিততে জিততে হেরেছে বাংলাদেশ। অবশেষে দূরদেশের ডাবলিনেই এলো স্বপ্নপূরণের মাহেন্দ্রক্ষণ।

আজ বুধবার (১৮ মে, ২০১৯)মাত্র ২৪ ওভারে ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।


সর্বশেষ খবর