সব

ঝিনাইদহে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 18th May 2019at 1:13 pm
70 Views

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার দূর্গানারায়ণপুর গ্রামের মিম খাতুন (৪) ও ফাতেমা খাতুন (৫) নামের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধায় ওই গ্রামের একটি পুকুরের পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়। মিম খাতুন ওই গ্রামের বজলু জোয়ার্দ্দার ও ফাতেমা খাতুন বাবলু জোয়ার্দ্দারের মেয়ে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু মিম ও ফাতেমা সম্পর্কে চাচাতো বোন। শিশুর চাচা ওলিয়ার রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের্^ খেলাধুলা করছিল মিম ও ফাতেমা। সন্ধায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির উত্তর পাশের্^ পুকুরের ভিতর পানিতে তাদের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বার্তা বাজারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর