সব

বুথ ফেরত সমীক্ষায় জয়ী দেব-মিমি-নুসরাত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 20th May 2019at 1:34 pm
48 Views

খেলাধুলান ডেস্কঃ ভোট প্রচারের শুরু থেকেই তৃণমূলের লক্ষ্য ছিল ৪২-এ ৪২। কিন্তু বুথ ফেরত সমীক্ষা সেই হিসেব উল্টে দিয়েছে অনেকটাই। মোটামুটি সার্বিকভাবে সব সমীক্ষাই বলছে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির আসন ১০-এর বেশি। ইন্ডিয়া টুডে-র সমীক্ষায় বিজেপি ২৩ টি পর্যন্ত আসন পেতে পারে। সেখানে তৃণমূলের সর্বাধিক আসন হতে পারে ২২।

স্বাভাবিকভাবেই এই হিসেব ঘুম ছুটিয়েছে তৃণমূল শিবিরের। তবে এই দুঃসংবাদের ভিড়ে শোবিজ তারকাদের জন্য সুসংবাদ এসেছে বটে। কেনা না চিত্রনায়ক দেব, চিত্রনায়িকা নুসরাত ও মিমি চক্রবর্তী কিন্তু কিন্তু বুথ ফেরত সমীক্ষায় সম্ভাব্য জয়ীর তালিকায় রয়েছেন। এছাড়াও এই তালিকায় রয়েছেন মুনমুন সেন ও শতাব্দী রায়। ঘাটাল থেকে দেব, যাদবপুর থেকে মিমি চক্রবর্তী ও বসিরহাট থেকে নুসরাত প্রতিদ্বন্দ্বীতা করছেন।

যত সম্ভব বেশি আসন নিয়ে মহাজোটের পথে যাবে তৃণমূল, এমনটাই আশা। কিন্তু সমীক্ষায় ৪২ হওয়ার সম্ভাবনা কম। এবিপি-নিয়েলসন সমীক্ষায় ১৬টি আসনে এগিয়ে থাকছে বিজেপি। আর তৃণমূল পেতে পারে ২৪টি আসন।


সর্বশেষ খবর