ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোটারঃ আসন্ন ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে পরিবহনের বাড়তি ভাড়া আদায় করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
গতকাল রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদের সময় নিরাপত্তাসংক্রান্ত সভা হয়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।