সব

দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : মতিয়া চৌধুরী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 20th May 2019at 11:03 pm
48 Views
ফারুক হোসেন  (শেরপুর) প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সাফল্য হলো ফসলে। তার হাতে যাদু আছে, তাই দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
১৯৯৬ সালে সরকার গঠন করে ১৯৯৮ সালে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এই মাটি এই মানুষই ছিল। বরং মানুষ কম ছিল। মাটি বেশি ছিল।
তিনি আরও বলেন, ২০০১ সালে দেশে আবার খাদ্য ঘাটতি হয়। ২০০৯ সালে সরকার গঠন করে আমরা আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। কিছু চাল রপ্তানিও করছি। নেপালে ভূমিকম্পের সময় আমরা সাহায্য করেছি। বাংলাদেশ কোনদিন অন্যের খাদ্যে সাহায্য করবে এটা আমাদের পূর্ব পুরুষরাও ভাবেনি। আজকে জমি কম মানুষ বেশি। তারপরও আমরা এই অসাধ্যকে সাধন করতে সক্ষম হয়েছি।
আজ রোববার (১৯ মে) সকালে নিজ তহবিল থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শিক্ষার্থীদের মেধাভিত্তিক প্রণোদনা হিসেবে থ্রিপিচ ও গরীব অসহায়দের মাঝে ঈদুল ফিতরের শাড়ি বিতরণকালে কাপাসিয়া শহিদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তাঁর সাথে ছিলেন- জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ভূমি লুবনা শারমীন, ওসি আবুল খায়ের, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আছমত আরা আছমা, ফারুক আহমেদ বকুল, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার প্রমুখ।
এদিন মতিয়া চৌধুরী নিজস্ব তহবিল থেকে পৌরভাসহ ১০ ইউনিয়নের মেধাবী ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫১ জন মেধাবী শিক্ষার্থী ও ২২শ’ অসহায় নারীর মাঝে ঈদুল ফিতরের শাড়ি ও থ্রীপিচ বিতরণ করেন।

সর্বশেষ খবর