সব

সাংস্কৃতিকধারার সাউন্ডবাংলা-পল্টনড্ডায় বক্তারা প্রকৃত লেখকদের রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 20th May 2019at 11:07 pm
62 Views

স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাংস্কৃতিকধারার সাউন্ডবাংলা-পল্টনড্ডায় বক্তারা বলেছেন, প্রকৃত লেখকদের রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে যাবে। আর তাই প্রকৃত লেখকদের রাজনীতিরও কোন বিকল্প নাই। দেশে সকল অন্যায় আর অপরাধের বিরুদ্ধে লেখকদের অবস্থান যেমন আছে, তেমন রাজপথেও থাকবে বলে আমরা-নতুনধারা বিশ্বাস করি।

বিকেল ৪ টায় সাউন্ডবাংলা কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিকধারার সভাপতি চঞ্চল মেহমুদ কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত পল্টনাড্ডায় বক্তারা উপরোক্ত কথা বলেন।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার কবি ইদ্রিস সরকার। বিশেষ অতিথি ছিলেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার আহমেদুল কবির খান কিরণ, আলতাফ হোসেন রায়হান, মহাসচিব হাসিবুল হক পুনম, সেভ দ্য রোড ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু বকর রতন ও সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার।

লেখা পাঠ করেন কবি গোলাম ওয়াজেদ সরকার রানা, ইউসুফ খান, সাইদ খান সবুজ, কবি এম এ মামুন বাবুল,  সেভ দ্য রোড-এর সদস্য আকরাম হোসাইন হিমেল, অনলাইন প্রেস ইউনিটির সদস্য কবির হোসাইন, রিয়াজুল ইসলাম, নাহিদ হাসান, সোহানুর রহমান সোহাগ, মো. রাশেদ প্রমুখ।

পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের হাতে প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা থেকে প্রকাশিত কথাশিল্পী রুহুল আমিন বাচ্চু রচিত এবং কথাশিল্পী শান্তা ফারজানা অনূদিত My Corpse তুলে দেয়া হয়।


সর্বশেষ খবর