প্রথমবারের মতো এফএ প্রীতমের সঙ্গে গাইলেন সিঁথি সাহা
বিনদন ডেস্কঃপ্রথমবারের মতো এক সঙ্গে নাটকের গানে কণ্ঠ দিলেন সিঁথি সাহা ও এফএ প্রীতম। গানের কথা লিখেছেন অনিক বাসাক, সুর করেছেন এফএ প্রীতম ও সঙ্গীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহীন ।
সম্প্রতি ঢাকার মগবাজারে প্রোটিন স্টুডিতে গানটির রেকর্ডিং করা হয়েছে। ‘মায়া” শিরোনামের গানটি ব্যবহৃত হবে বিইউ শুভ’র প্রধান সহকারী পরিচালক প্রতীক আহমেদ’র পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘স্যাক্রিফাইসের গল্প’ নাটকে। গানের চিত্রায়ণে দেখা যাবে শাহরিয়ার নেওয়াজ জনি এবং তাসনিয়া ফারিনকে।
সিঁথি সাহা বলেন, খুব চমৎকার একটি গান করেছি। এফএ প্রীতম-এর সাথে প্রথম গান আমার। গানটির কথা ও সুর অসাধারন আমার খুব পছন্দ হয়েছে । আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।
প্রীতম বলেন, এই প্রথমবার আমি আর সিঁথি সাহা’র নাটকের গান করলাম। অডিওতে গান করলেও এবারই প্রথম নাটকের গান করা হয়েছে। দারুণ একটা গান। খুব রোমান্টিক একটি গান। শ্রোতাদর্শকদের ভালো লাগবে গানটি শুনলে। আমার বিশ্বাস, এই গানটি সবার খুব ভালো লাগবে।
নাটকটি প্রযোজনা করেছেন বাস এইচডি। নাটকটি প্রচার হবে ঈদে এটিএন বাংলালার বিশেষ অনুষ্ঠান মালায়। অন্যদিকে কাছাকাছি সময়ে গান-ভিডিওটি প্রকাশ হবে জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।প্রথমবারের মতো এফএ প্রীতমের সঙ্গে গাইলেন সিঁথি সাহা
বিনদন ডেস্কঃ
প্রথমবারের মতো এক সঙ্গে নাটকের গানে কণ্ঠ দিলেন সিঁথি সাহা ও এফএ প্রীতম। গানের কথা লিখেছেন অনিক বাসাক, সুর করেছেন এফএ প্রীতম ও সঙ্গীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহীন ।
সম্প্রতি ঢাকার মগবাজারে প্রোটিন স্টুডিতে গানটির রেকর্ডিং করা হয়েছে। ‘মায়া” শিরোনামের গানটি ব্যবহৃত হবে বিইউ শুভ’র প্রধান সহকারী পরিচালক প্রতীক আহমেদ’র পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘স্যাক্রিফাইসের গল্প’ নাটকে। গানের চিত্রায়ণে দেখা যাবে শাহরিয়ার নেওয়াজ জনি এবং তাসনিয়া ফারিনকে।
সিঁথি সাহা বলেন, খুব চমৎকার একটি গান করেছি। এফএ প্রীতম-এর সাথে প্রথম গান আমার। গানটির কথা ও সুর অসাধারন আমার খুব পছন্দ হয়েছে । আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।
প্রীতম বলেন, এই প্রথমবার আমি আর সিঁথি সাহা’র নাটকের গান করলাম। অডিওতে গান করলেও এবারই প্রথম নাটকের গান করা হয়েছে। দারুণ একটা গান। খুব রোমান্টিক একটি গান। শ্রোতাদর্শকদের ভালো লাগবে গানটি শুনলে। আমার বিশ্বাস, এই গানটি সবার খুব ভালো লাগবে।
নাটকটি প্রযোজনা করেছেন বাস এইচডি। নাটকটি প্রচার হবে ঈদে এটিএন বাংলালার বিশেষ অনুষ্ঠান মালায়। অন্যদিকে কাছাকাছি সময়ে গান-ভিডিওটি প্রকাশ হবে জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।