সব

ঈদযাত্রায় কমলাপুর থেকে বিক্রি হচ্ছে ১২ ট্রেনের টিকিট

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 22nd May 2019at 1:11 pm
55 Views

আমারবাংলা ডেস্কঃএবার রেলপথে ঈদযাত্রায় আগ্রহীরা রাজধানীর কমলাপুর স্টেশন থেকে সব টিকিট কিনতে পারছেন না। রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলে চলাচলকারী ১২ ট্রেনের টিকিট শুধু কমলাপুর থেকে বিক্রি হচ্ছে।

কমলাপুর রেলস্টেশন থেকে বিক্রি করা ১২ ট্রেনে সব ধরনের কোটাসহ মোট আসন সংখ্যা ১১ হাজার ৬৯টি।

কমলাপুর থেকে যে ১২ ট্রেনের টিকিট কমলাপুরে বিক্রি করা হচ্ছে, সে ট্রেনগুলো হলো, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস, চাঁপাইনবাবগঞ্জগামী পদ্মা এক্সপ্রেস, রংপুরগামী রংপুর এক্সপ্রেস, লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস, নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ও সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস।

এবার কমলাপুরসহ মোট পাঁচটি ভিন্ন স্থান থেকে রেলের টিকিট বিক্রি করা হচ্ছে। কমলাপুরের এ ১২টি ট্রেন ছাড়া বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগর ট্রেন, তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ ও জামালপুরগামী সব আন্তনগর ট্রেন, বনানী স্টেশন থেকে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেন এবং ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি একই সময়ে শুরু হয়েছে।

আগামী ২৩ মে দেওয়া হবে ১ জুনের টিকিট, ২৪ মে দেওয়া হবে ২ জুনের টিকিট, ২৫ মে দেওয়া হবে ৩ জুনের টিকিট এবং ২৬ মে দেওয়া হবে ৪ জুনের টিকিট। ফেরত যাত্রীদের জন্য ২৯ মে দেওয়া হবে ৭ জুনের টিকিট, একইভাবে ৩০ ও ৩১ মে এবং ১ ও ২ জুন দেওয়া হবে যথাক্রমে ৮, ৯, ১০ ও ১১ জুনের টিকিট।


সর্বশেষ খবর