সব

মহেশপুরে বাঁশবাগান থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 22nd May 2019at 5:06 pm
46 Views

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ডাকাতিয়া এলাকা থেকে শফিকুল ইসলাম নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ওই গ্রামের একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শফিকুল ইসলাম শ্যামকুড় পশ্চিমপাড়ার হায়দার আলীর ছেলে।

মহেশপুরের দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইয়াছিন আলী জানান, সকালে ডাকাতিয়া এলাকা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়ানতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

তবে স্থানীয়রা বলছে, নিহত শফিকুল ইসলাম একজন গরু ব্যবসায়ী ছিলেন।


সর্বশেষ খবর