নাটোরে দেশ ট্রাভেলস বাস উল্টে কমপক্ষে ২০ যাএী আহত
ফাহিম ফরহাদ রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামের বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কে অতিরিক্ত গতির কারণে বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে গেছে ঢাকা থেকে রাজশাহী গামী দেশ ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাস। এ সময় বাসের ২০ জন যাত্রী আহত হয়েছে ধরণা করা হয়েছে।
সোমবার উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় গাজী অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম শিকদার ও এলাকাবাসী জানান, ঢাকা থেকে রাজশাহী গামী দেশ ট্রাভেলসের দ্রুত গতি সম্পন্ন একটি যাত্রীবাহী বাস উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা গাজী অটো রাইস মিলের সামনে এসে সড়কের বাঁক ঘোরানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের ওপর উল্টে পড়ে যায়। এ সময় অন্ততো বাসের ২০ জন যাত্রী আহত হয়।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। বাসটির অতিরিক্ত গতি থাকার কারনে বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অভিযোগ সকল যাএীগণের।
আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হলেও। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।