রাবির মতিহার হলের প্রাধ্যক্ষ সাংবাদিকতা বিভাগের মুসতাক আহমেদ
রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মুসতাক আহমেদ। বুধবার দুপুরে তিনি হলে যোগদান করেন।
মুসতাক আহমেদ বলেন, শিক্ষার্থী ছাড়া শিক্ষকদের অবস্থান কল্পনা করা যায় না। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে হলের সার্বিক উন্নয়ন ও একাডেমিক খোঁজ- খবর নেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো।
২০০১ সালে তিনি প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগ দেন। এছাড়া তিনি সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন।