সব

ছিন্ন হতে যাচ্ছে রামোস-রিয়ালের বন্ধন!

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 25th May 2019at 4:04 pm
FILED AS: খেলা
42 Views

খেলাধুলা ডেস্কঃ স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে তার আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে। সেই সম্পর্কের বয়স পেরিয়ে গেছে এক যুগ। ২০০৫ সাল থেকে রিয়ালের রক্ষণভাগ আগলে রেখেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। প্রতি ম্যাচেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। যে কারণে রিয়াল ও সার্জিও রামোস যেন হয়ে উঠেছে একই বৃন্তে দুটি ফুল। কিন্তু সেই সুখের সংসারে এবারে শোনা গেল ভাঙনের আওয়াজ। রামোস নাকি এবার রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন!

রিয়ালের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি আছে রামোসের। কিন্তু তার আগেই কেন তিনি ক্লাব ছাড়তে চান, এর একাধিক কারণ বলেছে স্পেনের গণমাধ্যম। প্রধান কারণ- মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনা পেরেজের সঙ্গে রামোসের সম্পর্কের অবনতি। এই কারণেই নাকি নিজের ঘনিষ্ঠজনদের কাছে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন রামোস। স্প্যানিশ ডিফেন্ডারের ভবিষ্যৎ গন্তব্য হিসেবে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড বা ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইকে ধরে নেওয়া হচ্ছে।

বয়স ৩৩ হলেও পারফর্মেন্স তার প্রভাব পড়েনি। আছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। মাঠে এক বিন্দু ছাড়তে না দেওয়ার ব্যক্তিত্ব নিয়ে দীর্ঘ সময় ধরে রিয়ালকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। রক্ষণ সামলে গোল করাতেও তার জুড়ি নেই। শোনা যাচ্ছে, ধারাবাহিক পারফর্মেন্সের জন্য ৩৩ বছর বয়সী রামোসকে পেতে ইউরোপের নামীদামি ক্লাবগুলো আগ্রহ দেখাচ্ছে। সেইসঙ্গে আরেকটি গুঞ্জন, রামোসের বিকল্প হিসেবে আসন্ন দলবদলে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাওকে দলে নিতে যাচ্ছে রিয়াল। সব মিলিয়েই দীর্ঘদিনের ক্লাবের প্রতি বিশ্বাস হারিয়েছেন রামোস।


সর্বশেষ খবর