সব

ভেনিজুয়েলায় কারাগারে দাঙ্গা, নিহত ২৫

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 25th May 2019at 4:25 pm
76 Views

আন্তর্জাতিক ডেস্কঃভেনিজুয়েলার কারাগারে কারাবন্দি ও নিরাপত্তারক্ষীদের মধ্যে দাঙ্গায় অন্তত ২৫ বন্দি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

শুক্রবার ভেনিজুয়েলার পোর্টটুগেসা রাজ্যের জেলে এ ঘটনা ঘটে বলে কারাবন্দিদের মানবাধিকার সংস্থা জানিয়েছে।

ওই জেলটি রাজধানী কারাকাস থেকে ২২০ মাইল দূরে অবস্থিত। জেলটির ধারণক্ষমতা ২৫০ জন হলেও সেখানে ৫৪০ জন বন্দিকে গাদাগাদি অবস্থায় রাখা হয়েছিল।

ব্যাপক সংঘর্ষ ছাড়াও কারাগারে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে ভেনিজুয়েলা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০১৭ সাল থেকে পৃথক তিনটি দাঙ্গায় ভেনিজুয়েলায় ১৩০ জন বন্দির মৃত্যুর ঘটনা ঘটেছে।

দেশটির অন্তত ৩০টি কারাগার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এসব জেলে বন্দির সংখ্যা আনুপাতিক হারে বেশি। এছাড়া মাদক ও অস্ত্র সরবরাহ হয়ে থাকে নিয়মিত।


সর্বশেষ খবর