গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নবনিযুক্ত ডিআইজির শ্রদ্ধা
উজ্জ্বল রায় ঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা রেঞ্জের নব নিযুক্ত ডিআইজি হাবিবুর রহমান।
শুক্রবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা নওয়াব আলীর পরিচালনায় পবিত্র ফাতেহা ও দরূদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাতে স্বপরিবারে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশ এবং জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শাহ্ মিজান শফিউর রহমান, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), শরিয়তপুর জেলা পুলিশ সুপার আব্দুল মোনেম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. আসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াছ হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম. এনামুল কবীর, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌফিক বিশ্বাস প্রমুখ।
এসময় গণমাধ্যমকমীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এরপর বঙ্গবন্ধুর সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইতে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন।