সব

গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 25th May 2019at 10:54 pm
63 Views

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমী হতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ক্যাডেট কলেজে চুড়ান্তভাবে চান্স প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৩ মে বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা প্রদান করেন।

গাজীপুরশাহীন শিক্ষা পরিবার, স্টার ফ্রলিক ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ ফারুক শিকদারের সভাপতিত্বে ও গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমী কোনাবাড়ী শাখার পরিচালক মোঃ রাশেদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গাজীপুরশাহীন শিক্ষা পরিবার, স্টার ফ্রলিক ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্ঠাতা এমডি মোহাম্মদ সোহেল রানা চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থীর অভিভাবক মোঃ আজহার হোসেন, ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী ক্যাডেট নওশীন, বরিশাল ক্যাডেট কলেজের ক্যাডেট ফারহান, সিলেট ক্যাডেট কলেজের ক্যাডেট সাহুল, সিলেট ক্যাডেট কলেজের ক্যাডেট লাবীব প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরশাহীন শিক্ষা পরিবারের বাসস্ট্যান্ড ক্যাম্পাসের প্রধান শিক্ষক জেড হক বিপুল, কো-অর্ডিনেটর ক্যাডেট আফজাল হোসেন, ক্যাডেট শাখার সহকারী শিক্ষক (গণিত) এএসএম দিলজার, সহকারী শিক্ষক আলমগীর হোসেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিলেট ক্যাডেট কলেজের শিক্ষার্থী সাদিকুল হাসান সিফাত।


সর্বশেষ খবর