ঝিনাইদহ সাগান্নার উত্তর নারায়নপুর গ্রামে গভীর রাতে ৫টি গরু চুরি
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ হতদরিদ্র পরিবারটির ভরসা ছিল ৫টি গরু। অনেক কষ্ট করে গরুগুলো কিনে পালন করছিলেন কৃষক বাবলু মিয়া। কিন্তু এক রাতেই ৫টি গরু গোয়াল ঘর থেকে চুরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের উত্তর নারায়নপুর গ্রামে।
গত বুধবার গভীর রাতে বাবলু মিয়ার গোয়াল ঘর থেকে ৫ গরু চুরি হলেও কোন রকম কান্না থামছে না বাবলু মিয়া ও তার স্ত্রীর। কত আশা নিয়ে তারা গরুগুলো পালছিলেন।
বাবলু মিয়া জানান, বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে তিনি দেখান তার গোয়াল শুন্য। অনেক খোজ করার পরেও গরুগুলো আর পাওয়া যায়নি। চুরি যাওয়া গরুর মুল্য তিন লাখ হবে বলেও তিনি জানান। এদিকে আসন্ন ঈদকে সামনে নিয়ে ডাকবাংলা ও তার আশপাশের গ্রামগুলোতে চুরি বেড়েছে। এর আগে পোতাহাটীর গ্রামের সোহেলের ৯০ হাজার টাকা দামের একটি গরু চুরি হয়।
ডাকবাংলা বাজারের এজেন্ট ব্যাংক, বিকাশের দোকান, ইলেক্ট্রিকের দোকান, রড সিমেন্টের দোকান ও ব্র্যাকের অফিসে চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোনটার কুল কিনারা পায়নি।