সব

ঈদ যাত্রায় নেয়া সকল প্রস্তুতির শতভাগ সফল হওয়ার আশাবাদ- নৌ-প্রতিমন্ত্রীর

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 29th May 2019at 11:18 pm
62 Views

কামরুল হাসান খান: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিশ্চিত করতে নৌ- চলাচলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। ঈদ যাত্রায় নেয়া সকল প্রস্তুতির শতভাগ সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুূদ চোধুরী এমপি।

বুধবার বিকেলে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শন শেষে মানিকগঞ্জের পাটুরিয়ায় সড়ক ভবনের রেষ্টহাউজ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মশিউর রহমানএর সভাপতিত্বে এসময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়,নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব আব্দুস সামাদ,,পুলিশ সুপার রিফাত রহমান শামীম,বিআইডব্লিউটিএ’র ডিজিএম আজমল হোসেন,জেলা আ’লীগের যুগ্ম- সাধারন বদরুল ইসলাম খান বাবলু,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি রেজাউর রেজাউর রহমান জানু,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ,সাধারন সম্পাদক মো: আব্দুল কুদ্দুস,স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগনসহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার আদলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে।তাই দেশকে আরো সম্মৃদ্ধির পথে এগিয়ে নিতে এবং দেশে শান্তি ও শৃংখলা স্থাপনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিশ্চিত করতে সকলকে ভূমিকা রাখার আহবান জানান এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের দোয়া কামনা করেন। পরে প্রতিমন্ত্রী আরিচা ঘাট পরিদর্শন করেন।


সর্বশেষ খবর