সব

নড়াইল হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে এক’শ বাস্কেট প্রদান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 29th May 2019at 11:33 pm
59 Views

নড়াইল জেলা প্রতিনিধিঃ হাসপাতালে প্রতিটি রোগির বেডের পাশে একটি করে মোট ১০০টি শুকনা ময়লা ফেলার বাস্কেট প্রদান করেছে নড়াইলের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আহসান হাবিব।

হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে ‘টিম-তারুণ্য-১০০ উদ্যোগে এ বাস্কেট বিতরণ করা হয়। সদর হাসপাতাল কন্ফারেন্স রুমে কমিউনিটি সাপোর্ট কমিটির সভাশেষে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এসব বাস্কেট তুলে দেয়া হয়।

নড়াইল সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষে কমিউনিটি সাপোর্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সদর হাসপাতাল, নড়াইলের আয়োজনে সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুর সাকুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম বার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের সিভিল সার্জন মুন্সী আসাদ-উজ-জামান, নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার, আ.ফ.ম মুশিউর রহমান বাবু, নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল জেলা পি.ডাব্লিউ.ডি কর্মকর্তা, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পিতা গোলাম মর্তুজা স্বপন, টিম তারুণ্য’র সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সভা চলাকালে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, নড়াইল সদর হাসপাতালের মানোন্নয়নের জন্য শুধুমাত্র হাসপাতাল কর্তৃপক্ষের দিকে চেয়ে থাকলে চলবে না। এক্ষেত্রে সমাজের সুধীজনেরাও যদি সুদৃষ্টি জ্ঞাপন করে তাহলে আরো বেশি সেবার মান উন্নত হবে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেন, হাসপাতালে জনগণের সেবার মান নিশ্চিত করার জন্য দালালদের দৌরাত্ম রুখতে আমাদের গোয়েন্দা শাখার টিম সেখানে মাঝে মাঝে অভিযান পরিচালনা করে থাকে। এছাড়াও হাসপাতালে নিরাপত্তার মানও অনেক উন্নত হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।

নড়াইলের সিভিল সার্জন মুন্সী আসাদ-উজ-জামান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা ইতোমধ্যে নড়াইল সদর হাসপাতালের সেবার মান অনেকটা উন্নত করতে সক্ষম হয়েছি। এদিকে হাসপাতালের বর্জ্য ব্যবস্থানা সন্তোষজনক না থাকায় নড়াইলের স্বেচ্ছাসেবী সংগঠন টিম তারণ্য-১০০ এর পক্ষ থেকে ১০০টি প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করা হয়েছে। এগুলোর মাধ্যমে হাসপাতাল আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে বলে টিম তারণ্য-১০০ এর সদস্যরা মত প্রকাশ করেছেন।


সর্বশেষ খবর