সব

কিউইদের দুর্বলতা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 5th June 2019at 5:10 pm
FILED AS: খেলা
44 Views

 

অনলাইন ডেস্কঃ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। এবার মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যাওয়ার পালা দু’দলের। বাংলাদেশ কিউইদের বিপক্ষে সর্বশেষ সিরিজে ধবলধোলাই হয়েছে। তবে বিশ্বকাপে তার প্রভাব পড়ার সম্ভাবনা কম। বিশ্বকাপে বাংলাদেশ আন্ডরডগ হিসেবেই গেছে। কারো কারো মতে, এবারের বিশ্বকাপের ডাক হর্স তারা। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর কিউইদের বিপক্ষে টাইগারদের ডাক হর্স প্রমাণের পালা।

ওভালের আজকের ম্যাচটি দিবা-রাত্রির। নতুন উইকেটে হবে ম্যাচটি। শুরুতে পেস বোলাররা ভালো সুবিধা পাবেন। কিউইদের পেস-সুইং এবং বাউন্স নিয়ে সতর্ক টাইগার ব্যাটসম্যানরা। এছাড়া মেঘের আনা গোনা থাকবে আকাশে। কন্ডিশন তাই ম্যাচের নির্ধারক হয়ে উঠতে পারে।

উইকেটের পূর্বাভাস অনুযায়ী, ওভালে আগের ম্যাচের চেয়ে স্পিন এখানে বড় ভূমিকা রাখতে পারে। কিউইরা তাই এ ম্যাচে লেগ স্পিনার ইশ শোধীকে একাদশে নিতে পারেন। তবে স্পিনে কাগজে-কলমে এগিয়ে সাকিব-মিরাজরা। ডান এবং বাঁ-হাতি দুই অফ স্পিনার ম্যাচে বড় ভূমিকা রাখতে পারেন।

কিউইদের বিপক্ষে ম্যাচ কিংবা কন্ডিশন নিয়ে চিন্তিত নন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। তার মতে, প্রত্যেক দলেরই কিছু দুর্বলতা আছে। আমরা তাদের সেই দুর্বলতা খুঁজে বের করেছি। তারাও হয়তো আমাদের দুর্বলতা খুঁজে বের করেছে। কন্ডিশন নিয়ে আমরা চিন্তিত নয়। ম্যাচে আমরা তাদের দুর্বল জায়গায় আঘাত করতে মুখিয়ে আছি।

বাংলাদেশ দলে এ ম্যাচে কোন পরিবর্তন আসার সম্ভাবনা খুব কম। সাইফউদ্দিনকে নিয়ে প্রথম ম্যাচে কিছুটা অনিশ্চয়তা ছিল। কিউইদের বিপক্ষে আরও ফিট হয়েই খেলবেন তিনি। রুবেল হোসেনের তাই এ ম্যাচেও খেলার সম্ভাবনা কম।


সর্বশেষ খবর