সব

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ পেলেন কোহলি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 7th June 2019at 8:27 pm
FILED AS: খেলা
62 Views

খেলাধুলা ডেস্কঃ বিশ্বকাপের আসর চলাকালীন অবস্থায় দুঃসংবাদ পেলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। খাবার পানি অপচয় করায় ৫০০ রুপি জরিমানা গুণতে হলো ভারতীয় অধিনায়ককে।

এদিকে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। আইপিএলে ভালো খেলতে পারেননি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও হাসেনি ভারত অধিনায়কের ব্যাট। মূলপর্বেও বড় ইনিংসের দেখা পাননি তিনি। এর মধ্যে জরিমানাও গুণতে হলো তাকে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খাবারের জন্য প্রয়োজনীয় পানি গাড়ি ধোয়ার কাজে ব্যবহার করেন ভারত অধিনায়ক। সম্প্রতি বিশুদ্ধ পানি দিয়ে গানি পরিষ্কার করতে গিয়ে ধরা খেয়েছেন কোহলির ড্রাইভার ও স্টাফরা।

জানা যায়, ছয়টি গাড়ি পরিষ্কারের পেছনে প্রায় এক হাজার লিটার পানি খরচ করেন তিনি। পানির এই অপচয় দেখে আর বসে থাকতে পারলেন না কোহলির এক প্রতিবেশী। সাথে সাথেই জানিয়ে দেন গুরুগ্রাম মিউনিসিপাল কর্পোরেশন অফিসে।

বিষয়টি পর্যবেক্ষণে সময় নেয়নি মিউনিসিপ্যাল কর্পোরেশন কতৃপক্ষ। দেখা যায়, খাবারের বিশুদ্ধ পানি দিয়ে গাড়ি ধোয়ার কাজে ব্যবহার করছেন কোহলির গাড়িরক্ষীরা। তৎক্ষনাতই ভারত অধিনায়ককে ৫০০ রুপি জরিমানা করা হয়। সেই সাথে সতর্কতাও পেয়েছেন ভারত অধিনায়ক।

কর্তৃপক্ষ জানিয়েছে, পানি অপচয় করার জন্য কেবল কোহলিই নয় আশেপাশে আরো কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

পানির এই অপচয় সম্পর্কে গুরুগ্রাম মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার বলেন, ‘পানির অপচয় কোনোভাবেই সহ্য করা যাবে না। এর জন্য কঠিন থেকে কঠিনতর অ্যাকশন নেওয়া হবে।


সর্বশেষ খবর