পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
খেলাধুলা ডেস্কঃ বড় হার দিয়ে চলতি বিশ্বকাপ শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। আজ শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে আজ উদজীবিত পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে তারা। সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়নদের লড়াই হবে ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে।
উভয় দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালে সরফরাজ আহমেদের দল পাকিস্তান রীতিমতো উড়ছে! স্বাগতিক ও ওয়ানডের এক নম্বর দল ইংল্যান্ডকে হারিয়ে আত্মাবিশ্বাসের তুঙ্গে রয়েছে তারা। অন্যদিকে, লঙ্কানরাও আফগানিস্তানের বিপক্ষে রমাঞ্চকর জয় তুলে ঘুরে দাঁড়িয়েছে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাওয়া ১৮৬ রানের পুঁজি নিয়ে প্রাণপণ লড়াই করে দারুণ এক জয় তুলে নেয় দিমুথ কারুনারতেœর দল।
এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি এবারে মুখোমুখি হচ্ছে একে অপরের।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:
দিমুথ করুনারতেœ (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা/সুরঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা।