সব

ঢাকামুখী মানুষ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 9th June 2019at 12:24 pm
56 Views

 

অনলাইন ডেস্কঃ এবার আবারও কর্মমুখর হওয়ার পালা। প্রিয়জনের সান্নিধ্যে মধুময় কয়েকটি দিন পার করে রাজধানীর অস্থায়ী বাসিন্দারা তাই ঢাকামুখো।

কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে বয়ে চলেছে ঢাকামুখী মানুষের স্রোত। ঈদুল ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটির ফাঁদে পড়েছিল রাজধানী- যার শেষ দিন ছিল শনিবার।

শুক্রবার বিকেলের পর থেকেই মানুষজন ফিরতে শুরু করে রাজধানীতে। তবে তাদের সংখ্যা খুব বেশি ছিল না। শনিবার শেষ ছুটির দিনে অধিকাংশ মানুষই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবারও ঢাকায় ফিরে এসেছেন। রোববার থেকে আবারও কর্মচঞ্চল হয়ে উঠবে দেশের এই প্রাণকেন্দ্র।

বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান শনিবার খুললেও, রোববার থেকে পুরোদমে উন্মুক্ত হবে রাজধানীর সব অফিস-আদালত। ফাঁকা ফুটপাতে বসবে হকার, শুরু হবে যানজট। ঈদের সরকারি ছুটি শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার থেকে। অনেকেই এর আগের দিন (সোমবার) ছুটি নিয়ে তার আগের শুক্র, শনি ও রোববারের লাইলাতুল কদরের ছুটিকে যুক্ত করে নয় দিনের টানা ছুটি কাটিয়েছেন এবার।

শনিবার সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, সকাল থেকে ঢাকামুখী যাত্রীর ভিড়। কমলাপুরে প্রতিটি প্ল্যাটফর্মে অনেক মানুষ। দুর্ভোগ, ভোগান্তি সহ্য করে ঢাকায় ফিরেছেন তারা।


সর্বশেষ খবর