সব

দুর্বল প্রতিপক্ষ গোল উৎসব ব্রাজিলের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 10th June 2019at 12:19 pm
FILED AS: খেলা
51 Views

 

ডেস্ক রিপোর্টঃ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হন্ডুরাসের জালে গোল উৎসব করে কোপা আমেরিকার প্রস্তুতিটা ভালোভাবেই শেষ করলো ব্রাজিল। এদিন গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোল ছাড়াও গোল পেয়েছেন ফিলিপে কুতিনহো, দিয়াগো সিলভা, দাভিদ নেরেস, রবার্তো ফিরমিনহো ও রিশার্লিসন।

রবিবার রাতে এই প্রীতি ম্যাচে হন্ডুরাসের জালে মোট সাতবার বল জড়িয়েছে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। ম্যাচের ছয় মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। ১৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন দিয়াগো সিলভা। এরপর নিয়মিত বিরতিতে গোল করে ব্রাজিল।

আগামী শুক্রবার শুরু হতে যাওয়া কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে প্রতিযোগিতাটির আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ‘এ’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও পেরু।


সর্বশেষ খবর