সব

ইরান ও লেবাননে রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 10th June 2019at 4:54 pm
60 Views

\

 

আমারবাংলা ডেস্কঃ ইরান ও লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এরই মধ্যে তাদের দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের কর্মস্থলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই ফিরিয়ে আনা হচ্ছে। তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সে সম্পর্কে না জানিয়ে সূত্র বলেছে, মূলত আর্থিক অনিয়ম, নৈতিক স্খলন, দায়িত্বে অবহেলার প্রমাণ পেলেই বিদেশে কর্মরত কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ব্যবস্থা নেওয়ার প্রথম ধাপটি হচ্ছে তাদের দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া।

ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত এম মুজিবুর রহমান ভূঁইয়া এবং লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের বিরুদ্ধে প্রায় ছয় মাস আগে দুই ধরনের অভিযোগ পাওয়া যায়। দুটি অভিযোগেরই পৃথকভাবে তদন্ত করা হয়। সম্প্রতি দুটি তদন্ত রিপোর্টই জমা পড়ে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, অন্য একজন রাষ্ট্রদূতের বিষয়ে পাওয়া অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।


সর্বশেষ খবর