সব

রশাসনে মেধাবী ও চৌকস কর্মকর্তা নিয়োগ করবে পিএসসি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 8th April 2016at 10:19 am
20 Views

9স্টাফ রিপোর্টারঃ জন প্রশাসনে দক্ষ, মেধাবী ও চৌকস কর্মকর্তা নিয়োগের জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (০৭ এপ্রিল) আগারগাঁওয়ে পিএসসি সচিবালয়ে আলোচনা সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসসি’র চেয়ারম্যান ইকরাম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্যরা।

কমিশনের সচিব মো. নূরুন নবী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সব পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দেশের জনপ্রশাসনের জন্য দক্ষ ও যোগ্য কর্মকর্তা/জনবল নিয়োগের সুপারিশ করেছে। এসব কর্মকর্তা/জনবল নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করে দেশের সামগ্রিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছে।

আলোচকরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও বিপিএসসি জনপ্রশাসনে দক্ষ, মেধাবী ও চৌকস কর্মকর্তা নিয়োগের জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে।


সর্বশেষ খবর