সব

পানামা পেপার্সে তদন্তে দুদক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 8th April 2016at 10:25 am
25 Views

10স্টাফ রিপোর্টারঃ সাড়া জাগানো পানামা পেপার্সে যেসব বাংলাদেশির নাম এসেছে তারা আসলে অর্থপাচার ও কর ফাঁকিতে জড়িত আছে কিনা সে বিষয় তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন।

বৃহস্পতিবার ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঁঞাকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

টিমের অন্য সদস্যরা হলেন- দুদকের সহকারী পরিচালক মজিবুর রহমান ও উপ-সহকারি পরিচালক রাফী মো. নাজমুস সাদাত।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য বলেছেন, গঠিত কমিটি তদন্তের পর যদি পানামা পেপার্সে প্রকাশিত কোনো বাংলাদেশির সংশ্লিষ্টতা পায়- তবে তাদের অ্যাকাউন্ট এবং অর্থ পাচার সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরবে।

‘তাদের ব্যাপারে আরো কীভাবে আইনী পদক্ষেপ নেয়া যায় সে বিষয়েও কাজ করবে গঠিত কমিটি,’ বলেন প্রণব ভট্টাচার্য।

উল্লেখ্য, গণমাধ্যমে ফাঁস হওয়া পানামা পেপার্সে এখন পর্যন্ত বাংলাদেশের ৩৪ জন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের নাম এসেছে, যাদের বিপরীতে মোট ৪৫টি অ্যাকাউন্ট রয়েছে। এদের মধ্যে ২৩ জনের বাড়ির ঠিকানাও উল্লেখ আছে।


সর্বশেষ খবর