ডিএমপি’র শ্রেষ্ঠ বিভাগ ট্র্রাফিক-উত্তর বিভাগ
ডেস্ক নিউজঃ ঢাকা মহানগরের আইন-শৃংখলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করলেন ডিএমপি’র কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম ।
গত ১১ জুন, ২০১৯ বেলা সাড়ে ১১ টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের মে ২০১৯ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন কমিশনার।
ডিএমপি’র ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে শ্রেষ্ঠ বিভাগ ট্র্রাফিক-উত্তর বিভাগ। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের উপ-কমিশনার প্রবীর কুমার রায়কে নগদ অর্থ পুরস্কার তুলে দেন কমিশনার। শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর যৌথভাবে মোঃ কেরামত আলী ইন্সপেক্টর, উত্তরা-ট্রাফিক জোন, ট্রাফিক-উত্তর বিভাগ ও মোঃ মশিউর রহমান ইন্সপেক্টর, রামপুরা ট্রাফিক জোন, ট্রাফিক-পূর্ব বিভাগ শ্রেষ্ঠ সার্জেন্ট যৌথভাবে সার্জেন্ট শাহানা আক্তার, রমনা ট্রাফিক জোন, ট্রাফিক-দক্ষিণ বিভাগ ও সার্জেন্ট এসএম খুরশিদ আলম, উত্তরা ট্রাফিক জোন, ট্রাফিক-উত্তর বিভাগ।