পানামা কেলেঙ্কারিতে বলিউডের আরও তিন তারকার
ডেস্ক রিপোর্টঃ অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চনের পরে এবার পানামা কেলেঙ্কারিতে বলিউডের আরও তিন তারকার নাম উঠে এসেছে। তারা সাইফ আলি খান, কারিনা কাপুর এবং কারিশমা কাপুর।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১০ সালে পুণে আইপিএল টিম কেনার জন্য কর ফাঁকির দেশ ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে গঠিত হয়েছিল ‘অবডিউরেট লিমিটেড’ নামে একটি সংস্থা। সেই সংস্থার ১৫ শতাংশ মালিকানা ছিল ‘পি ভিশন স্পোর্টস প্রাইভেট লিমিটেডে’র। দ্বিতীয় সংস্থাটিতে যথাক্রমে নয় এবং সাড়ে চার শতাংশ করে শেয়ার ছিল সাইফ এবং কারিনা-কারিশমার।
ভারতের একটি ইংরেজি দৈনিকের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ‘অবডিউরেট লিমিটেড’ শেষ পর্যন্ত পুণে টিম কিনতে পারেনি। সে বছর আইপিএল নিলামের পরই সংস্থাটি বন্ধ হয়।
এ বিষয়ে কারিনার দপ্তর জানিয়েছে, তিনি এখন শহরে নেই। সুতরাং তার বক্তব্য পাওয়া যাবে না। সাইফ ও কারিশমার প্রতিক্রিয়াও জানা যায়নি।
‘পি ভিশন স্পোর্টস প্রাইভেট লিমিটেড’ সংস্থাটির ৩৩ শতাংশ মালিকানা ছিল পুণের বিশিষ্ট হোটেল এবং নির্মাণ ব্যবসায়ী ছোড়ডিয়া পরিবারের। তার ন’শতাংশ ছিল অজয় ছোড়ডিয়ার। ২০১৪ সালে পুণেয় নিজের হোটেলের স্যুইটে আত্মঘাতী হন অজয়। এনসিপি প্রধান শরদ পওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে এবং তার স্বামীর শেয়ার থাকার কারণে তার কিছুদিন আগেই সংবাদ শিরোনামে এসেছিল অজয়ের নির্মাণ সংস্থা ‘পঞ্চশীল রিয়্যালটি’।