সব

নাজিমুদ্দিন’র খুনীদের দ্রুত গ্রেফতারের দাবি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 8th April 2016at 10:45 am
21 Views

12ডেস্ক রিপোর্টঃ অনলাইন অ্যাক্টিভিষ্ট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাজিমুদ্দিন সামাদের বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ জানানোসহ হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির দাবি করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)।

বৃহস্পতিবার সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিবের স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, রাষ্ট্রযন্ত্রের নাকেট ডকায় একের পর এক দেশের মেধাবী নতুন প্রজন্মকে হত্যার যে অপসংস্কৃতি অব্যাহত রয়েছে; তা দেশ, জাতি ও আগামী প্রজন্মের জন্য অশুভ সংকেত এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রগতিকে বাধাগ্রস্থ করার ষড়যন্ত্র।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে অনলাইন অ্যাক্টিভিষ্ট নাজিমুদ্দিন হত্যা, সেখানে তনু হত্যা, ঐখানে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা, কৃষ্ণকলির বাসায় জান্নাত হত্যা, ছাত্রলীগকর্মী হত্যা- হত্যার এই মহোৎসব অচিরেই বন্ধ ও হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে হয়’ত এই লাশের মিছিলে আমাদের কারো না কারো মরদেহ কোনো এক সময় খুজে পাওয়া যাবে। অন্যথায় আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে নতুন প্রজন্ম।

নাজিমুদ্দিন সামাদের হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং এই হত্যার মহোৎসব নির্মূল করার লক্ষে সরকারসহ সমাজের সচেতন মহলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়।


সর্বশেষ খবর