সব

মহেশপুরের গোকুলনগর এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 29th June 2019at 8:52 am
41 Views

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরের গোকুলনগর এলাকা থেকে ফেনসিডিল সহ ওবাইদুল মন্ডল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার ভোর রাতে তাকে আটক করা হয়।সে ওই এলাকার মৃত আব্দুস সামাদ মন্ডলের ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, জেলার মহেশপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ পেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গোকুলনগর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

সেময় জিন্নানগর এলাকা থেকে আসা একটি সিএনজি গাড়ীকে গতিরোধ করলে অন্যান্যরা পালিয়ে যায়। পরে গাড়ী থেকে ওবাইদুল মন্ডলকে আটক করা হয়। সেসময় তার সাথে থাকা ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সে দীর্ঘদিন ধরে এ ধরনের ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত ছিল বলেও জানায় পুলিশ।


সর্বশেষ খবর