বিরামপুরে ঘুমন্ত শিশুকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের গোপালপুর (হামলাকুড়ি) গ্রামের একটি পাট ক্ষেত থেকে গতকাল দুই হাত বিহীন ও বুক-পেট চিরা অবস্থায় ৩ বছরের এক শিশু ছেলের লাশ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।
নিহত শিশুটির নাম আশিক রানা। সে ঐ গ্রামের শাহিনুর আলম ও তার স্ত্রী রোকসানা বেগমের একমাত্র সন্তান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত শুক্রবার রাতে শিশুটি মা-বাবার মাঝখানে ঘুমিয়ে ছিল। মাঝরাতে ঘুম থেকে জেগে শিশুটির মা রোকছানা বেগম দেখেন তার ছেলে বিছানায় নেই। তখন তিনি তার স্বামী শাহিনুরকে জেগে তুলেন। তাঁরা বিছানা থেকে উঠে পাশের ঘরে খোঁজ করেন। কিন্তু কারো কাছেই আশিক নেই।
পরিবারের লোকজন ও প্রতিবেশীদের খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার সকালে গ্রামের পার্শ্ববর্তী একটি পাট ক্ষেতে শিশুটির লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানোর প্রসেসিং চলছে এবং এ ঘটনায় ৩/৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।