অপরাজনীতির কারণে নির্মমতা বাড়ছে : মোমিন মেহেদী
নিজস্ব প্রতিবেদকঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অপরাজনীতির কারণে নির্মমতা বাড়ছে। ছাত্র-যুব-জনতা-আবাল-বৃদ্ধ বণিতারা আজ যখন তখন নির্মম মৃত্যুর মুখোমুখি হচ্ছে। এই পরিস্থিতির উত্তরণে নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে।
২৯ জুন বিকেল ৪ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘অপরাজনীতি বনাম বিচারহীনতার সংস্কৃিিত থেকে উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি এসময় বিশ্বজিৎকে কুপিয়ে, নুসরাতকে পুড়িয়ে সহ বিভিন্ন হত্যাকান্ডের উদাহরণ টেনে বলেন, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। এখান থেকে পরির্বতন না হলে ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশ।
প্রেসিডয়াম মেম্বার সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাড. আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, হরিদাস সরকার, কেন্দ্রীয় সদস্য লায়ন জেসিন নুসরাত ভাবনা প্রমুখ বক্তব্য রাখেন।